১। প্রাথমিক সমিতি/দল (পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহণ পরামর্শ প্রদান।
২। সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্বপুঁজি গঠন।
৩। সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরনের জন্য (সার, বীজ, কীটনাশক ও সেচযন্ত্রপাতি) ঋণ প্রদান।
৪। ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক ক্ষুদ্রঋণ।
৫। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক/পল্লী প্রগতি প্রকল্প (প্রাপ্ত) আওতায় আনুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদন মুখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান।
৬। আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পর পরই এবং আনুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়।
৭। সমবায়ীদের উৎপাদিত শষ্য বাজারজাত করণের সুযোগ সৃষ্টি ও ন্যায্য মূল্য প্রাপ্তি সহায়তা।
৮। নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মূল সচেতনতা সৃষ্টিতে পরামর্শ ও সহযোগীতা।
৯। সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্ঠি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি পরামর্শ ও সেবা।
১০। একটি বাড়ী একটি খামার প্রকল্পের মূল লক্ষ্য প্রতিষ্ঠানটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্য্যক্রমের একক হিসেব গড়ে তোলা।
১১। স্থানীয় সম্পদ ও স্থানীয় চাহিদা/সমস্যা ভিত্তিক গ্রাম উন্নয়ন পরিবার পরিকল্পনা প্রনয়ন।
১২। স্থানীয় সম্পদের সমাবেশ এবং তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণ।
১৩। স্ব-কর্ম সংস্থান ও আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন। সামাজিক খাত বিশেষ করে কৃষি শিক্ষা স্বাস্থ্য বিদ্যুতায়ন এবং পরিবেশ উন্নয়নের মাধ্যমে পল্লী বাসীর জীবনযাত্রার মান উন্নয়ন।
১৪। স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জানি গঠনমূলক বিভাগ ও সংস্থার ফলপ্রসু যোগসূত্র স্থাপন। গ্রামীণ পর্যায়ে প্রশিক্ষণ ভিত্তিক ঋণ হিসাব ও তথ্য ব্যবস্থাপনা। সুফলভোগীদেরকে সাপ্তাহিক সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগ সেবা তহবিল গঠনে উদ্বৃদ্ধকরণ।
১৫। (পি আর ডি পি-২)
জনগণের চাহিদা ভিত্তিক জাতিগঠনমূলক বিভাগগুলো সেবা সরবরাহ নিশ্চিত করা।
১৬। ইউনিয়ন সমন্বয় কমিটির সভার মাধ্যমে জনপ্রতিনিধি গ্রামবাসী ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারী বেসরকারী মাঠ কর্মীদেরকে কাজের সমন্বয় স্বচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
১৭। ইউনিয়ন পরিষদ থেকে সরকারী প্রদত্ত থোক বরাদ্দ এবং স্থানীয় জন সাধারণের নিজস্ব আর্থিক সহায়তা গ্রামীণ ক্ষুদ্র ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ যেমনঃ পাকা রাস্তা, কালভাট, সাকো, স্কুল মেরামত, লাইব্রেরী, ড্রেনেজ টিউবয়েল স্যানিটারী ল্যাট্রিন, আর্সেনিক পরীক্ষাকরণ, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন পিঠামেলা জাতীয় দিবস উৎযাপন বই মেলা বৃক্ষমেলা পরিবেশ দূষণ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। পিআরডিপি-২ এর মাধ্যমে বাস্তবায়ন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস